রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

এতিম, দিনমজুর ও প্রতিবন্ধীদের সঙ্গে পুলিশ সুপারের ইফতার 

ফরিদপুর প্রতিনিধি 

এতিম, দিনমজুর ও প্রতিবন্ধীদের সঙ্গে পুলিশ সুপারের ইফতার 

ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের উদ্যোগে জেলা এতিম, দরিদ্র ভিখারি, শারীরিক প্রতিবন্ধী, দিনমজুর ও অসহায় মানুষদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

এসময় ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারসহ জেলা পুলিশের কর্মকর্তারা তাদের সঙ্গে ইফতার আয়োজনে অংশ নেন।

দেখা যায়, ইফতারের আগেই লোকে লোকারণ্য হয়ে উঠে আয়োজনস্থল। ইফতারের পূর্বে দেশ ও জনগণের কল্যাণ ও মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফেরদৌস রহমান।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিলো আনুষ্ঠানিকভাবে কোন ইফতার পার্টির আয়োজন করা না হয়। পাশাপাশি দরিদ্র অসহায় মানুষের পাশে যাতে সবাই দাড়ায় সে আহ্বানও জানান। প্রধানমন্ত্রীর সে নির্দেশনা অনুযায়ী সমাজের এই অসহায় জনগোষ্ঠীর জন্য আমাদের আজকের এই ইফতার আয়োজন। 

টিএইচ